সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৯:২৫

সাহস ডেস্ক

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ২১ জন।

২৩ জুন (রবিবার) আভা ও জিজান বিমানবন্দর ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

এর আগে আল-মাসিরাহ টেলিভিশনের পক্ষ থেকে সৌদিকে হুঁশিয়ার করে দেওয়া হয়। তারা জানায়, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আবহা ও জিজান বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার পরিকল্পনা করছে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা।

সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতি অনুযায়ী, ইরানসমর্থিত হুতি মিলিশিয়ারা আবহা বিমানবন্দর লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় সিরিয়ার এক নাগরিক নিহত ও ২১ জন সাধারণ নাগরিক আহত হয়েছে। জিজান বিমানবন্দরে কোনো হামলা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

অভ্যন্তরীণ চলাচলের জন্য ইয়েমেন সীমান্তের প্রায় ২০০ কিলোমিটার উত্তরের এই বিমানবন্দর ব্যবহার করা হয়। হামলার পর থেকে বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে আবহা বিমানবন্দরে হুথিদের একটি মিসাইল হামলায় ২৬ জন আহত হয়েছিল।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত