কিমকে ‘চমৎকার চিঠি’ পাঠিয়েছেন ট্রাম্প

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৬:৫৯

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ওই চিঠিকে 'চমৎকার' বলে বর্ণনা করেছেন কিম।

কিম বলেছেন, ‘চিঠির কৌতূহলোদ্দীপক বিষয়বস্তু নিয়ে গভীরভাবে ভাবছেন’। ট্রাম্পের 'অসাধারণ' সাহসেরও প্রশংসা করেছেন তিনি।

ট্রাম্প বলেছিলেন, কিম জং উনের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের চিঠি কীভাবে কিমের কাছে পৌঁছানো হয়েছে, তা পরিষ্কার করা হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং-উনের বৈঠকটি কোন সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে আলোচনা স্থগিত হয়ে রয়েছে।

দুই নেতার মধ্যে বেশ কয়েকটি চিঠি আদান-প্রদান হয়েছে। চিঠির এই সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। কারণ সামনের সপ্তাহেই সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের দাবি, তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। সম্প্রতি কিমকে নিয়ে সুর নরম করেছেন ট্রাম্প।

এ মাসের শুরুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিমের নেতৃত্বে উত্তর কোরিয়া সম্ভাবনাময় দেশ হয়ে উঠেছে।

মে মাসে জাপান সফরকালে কিমকে ‘স্মার্ট গাই’ বলেন ট্রাম্প। উত্তর কোরিয়ার কাছ থেকে অনেক ভালো কিছু প্রত্যাশা করছেন বলেও জানান ট্রাম্প।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত