ইরাকে মার্কিন তেলস্থাপনায় রকেট হামলা

প্রকাশ : ২০ জুন ২০১৯, ১৬:৩০

সাহস ডেস্ক

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বসরার কাছে তেল স্থাপনায় দুই দফা রকেট হামলার ঘটনা ঘটেছে। সেখানে আন্তর্জাতিক কয়েকটি তেল কোম্পানির প্রতিনিধির কার্যালয় রয়েছে।

১৯ জুন (বুধবার) সকালে মার্কিন এক্সোন মোবিল কোম্পানির আবাসিক ও অপরেশন্স সেন্টারের ১০০ মিটারের কাছে রকেটটি পড়ে। এতে তিন শ্রমিক আহত হয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ইরাকে মাত্র কয়েকদিন আগেই মার্কিন সেনা সদস্যদের ওপর দু'টি পৃথক হামলার ঘটনা ঘটে।

এই এলাকায় রয়্যাল ডাচ শেল পিএলসি এবং ইতালির এনি স্পা কোম্পানির সদরদপ্তর রয়েছে। রয়টার্স জানিয়েছে, রকেট হামলার পর এক্সোন কোম্পানি তাদের বিদেশি ২০ কর্মীকে সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে।

সম্প্রতি ওমান সাগরে দুটি মার্কিন তেল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করেযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজন তৈরি হয়েছে। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে নতুন করে এই রকেট হামলার ঘটনা ঘটলো।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত