সৌদি থেকে ৮ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত

প্রকাশ : ২৬ মে ২০১৯, ১৩:০৪

সাহস ডেস্ক

সৌদি আরবের আবাসন ও শ্রম নীতিমালা লঙ্ঘন করে বসবাস করা আট লাখ চার হাজার ৩৬০ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

২৫ মে (শনিবার) সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, গত বছরের নভেম্বর থেকে এসব বিদেশিকে ফেরত পাঠানো শুরু হয়।

জানা যায়, ইয়েমেনের দক্ষিণ সীমান্ত দিয়ে সৌদি আরবে ঢোকার চেষ্টার সময় ৫৩ হাজার ৬২০ জনকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই ইয়েমেনি ও ইথিওপিয়ার নাগরিক। এছাড়াও স্থলসীমান্ত দিয়ে দেশত্যাগের সময় দুই হাজার ৩৫৭ জনকে আটক করা হয়েছে।

দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের অংশ হিসেবে ২৪ লাখ ৯৫ হাজার ৫৬৭ জনকে আটক করা হয়েছে।

এছাড়াও শ্রম আইন লঙ্ঘন করায় চার লাখ ৯৪ হাজার ৩১৬ ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করায় দুই লাখ ১২ হাজার ৩০৯ জনকে আটক করা হয়।

পাসপোর্ট অধিদফতর, শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের সহায়তায় ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে অবৈধ বিদেশিদের অভিযান শুরু করেছে সৌদি আরব।

অভিযান শুরু হওয়ার পর অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়ার অভিযোগে এক হাজার ৩০৮ সৌদি নাগরিককে আটক করা হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত