মালয়েশিয়ায় রোজা না রাখলেই জেল

প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৬:৪৫

সাহস ডেস্ক

পবিত্র রমজান মাসে মালয়েশিয়ায় রোজা না রাখলেই মুসলমানদের কারাগারে পাঠাচ্ছে দেশটির পুলিশ।

বিভিন্ন সময়ে হোটেলের খাবার পরিবেশক বা রান্নাঘরে ছদ্মবেশ ধারণ করে কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশ।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে লোকাল কাউন্সিলের ৩২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা অভিযান পরিচালনা করছেন।

অভিযান দলের সদস্যরা দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর স্টেটের সেগামাত জেলার ১৮৫টি খাবারের দোকানে ছদ্মবেশে কাজ করবেন। 

মালয়েশিয়ার কোনো কোনো এলাকায় ইসলামী ও সাধারণ- দুই রকম আইন চালু রয়েছে। এসব এলাকার মধ্যে জোহর স্টেটে কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান রোজা না রাখলে ৬ মাসের জেল অথবা ২৫০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

মালয়েশিয়ায় ৬০ মিলিয়নেরও বেশি অধিবাসী মালয়েশীয় মুসলমান এবং ৬০ শতাংশেরও বেশি সংখ্যক চীনা ও ভারতীয় যারা মুসলমান নয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত