ব্রিটেনে এই প্রথম মুসলিম প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৩:৫৮

সাহস ডেস্ক

ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগের পর একজন মুসলিম নেতা দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমেগুলো বলছে, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারে।

সাজিদ জাভিদ ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় বিশেষভাবে এগিয়ে রয়েছেন বরিস জনসন, জেরেমি হান্ট, ডোমেনিকান রব, মাইকেল গভ ও আন্দ্রে লিডসাম।

ব্রিটেনে অবৈধ অভিবাসী বিতাড়ন সম্পর্কিত সরকারি নীতি নিয়ে কেলেঙ্কারির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড পদত্যাগ করলে পরদিনই তার জায়গায় নিয়োগ পান সাজিদ জাভিদ। 

সাজিদ জাভিদ ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ভোট দিয়েছিলেন। সাবেক এ বিনিয়োগ ব্যাংকার ২০১৮ সালের এপ্রিলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত