মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৩:৪৮

সাহস ডেস্ক

মধ্যপ্রাচ্যে আরো সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

ইরানি বাহিনীগুলোর অব্যাহত হুমকি মোকাবেলায় সেখানে দেড় হাজার সেনা পাঠানো হচ্ছে। সেই সঙ্গে যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য অস্ত্রশস্ত্রও মোতায়েন করা হবে। কংগ্রেসকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান।

২৪ মে (শুক্রবার) ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, এই সেনা মোতায়েন তুলনামূলকভাবে স্বল্প।

এদিকে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন যে, দেশটি তেলের ট্যাংকারে হামলা চালাচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘খুবই ছোট একটি বাহিনী’ সেখানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। যুদ্ধের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমার মনে হয় না যে, ইরান যুদ্ধ চায়। আমি নিশ্চিতভাবেই মনে করি, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় না।

ইতোমধ্যে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমও মোতায়েন রয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত