বিশ্ব পরিমাপ দিবস আজ

প্রকাশ : ২০ মে ২০১৯, ১৫:০৫

সাহস ডেস্ক

আজ সোমবার ‘বিশ্ব মেট্রোলজি (পরিমাপ) দিবস’। সারা বিশ্বে এই দিবসটি পালন করা হবে। পণ্য ও অন্যান্য বিষয়ে সঠিক পরিমাপ নিশ্চিতের জন্য মানুষকে সচেতন করা এই দিবস পালনের উদ্দেশ্য।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘আন্তর্জাতিক পদ্ধতির একক মৌলিকভাবে উত্তম’। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন পৃথকভাবে বাণী দিয়েছেন।

এছাড়া বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে ওজন ও পরিমাপবিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সংস্থা বিআইপিএমের পরিচালক মার্টিন মিল্টনও বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত