নামাজের তিনটি স্থান বন্ধ করে দিল বৌদ্ধরা

প্রকাশ : ১৮ মে ২০১৯, ১৭:৪৩

সাহস ডেস্ক

মিয়ানমারের ইয়াঙ্গুনের রমজান মাস উপলক্ষ্যে নামাজের যে তিনটি অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছিল, বৌদ্ধ জাতীয়তাবাদীদের হুমকির পর সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

রমজান মাসে ওই জায়গাগুলোতে নামাজের জন্য ব্যবহারের ব্যাপারে চুক্তি করেছিল স্থানীয় ইসলামি নেতারা।

সাউথ ডাগোন টাউনশিপের ১০৬ নং কোয়ার্টারের অধিবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী উ ইয়ান অং বলেন, তারা (বৌদ্ধ জাতীয়তাবাদী) হঠাৎ করে এই জায়গায় নামাজকে অবৈধ ঘোষণা দেয়। কিন্তু আমরা আগে থেকেই অফিশিয়াল অনুমতি নিয়েছিলাম।

উ ইয়ান অং বলেন যে, আনুষ্ঠানিকভাবে এই অনুমতি দেয়া হয় যে এখানে ৬ মে থেকে ৭ জুন পর্যন্ত নামাজ পড়া যাবে। পরবর্তীতে বৌদ্ধ উগ্রপন্থীরা ১৪ মে ২৬ নং কোয়ার্টারে জড়ো হয়ে নামাজের জায়গাটি বন্ধের দাবি জানায়।

উগ্র জাতীয়তাবাদীদের নেতৃত্ব দেন উ মিখাইল কিয়াও মাইন্ত বলেন, বাড়িতে মুসলিমদের নামাজ পড়া গ্রহণযোগ্য নয়। টাউনশিপে আরো এ ধরনের জায়গা খুঁজে বের করে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত