মার্কিন সেনাদের ফিরিয়ে নিতে হবে: ইরান

প্রকাশ : ১৮ মে ২০১৯, ১৩:০০

সাহস ডেস্ক

ইদলিবে শান্তি প্রতিষ্ঠায় সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরান।

শুক্রবার (১৭ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার ‘ইদলিব’ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি এ আহ্বান জানান।

ইদলিবে ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠায় রাশিয়া ও তুরস্ককে ইরান সহযোগিতা করছে জানিয়ে রাভাঞ্চি বলেন, ইদলিব প্রদেশে ‘নিরাপদ অঞ্চল’ কার্যকর রাখার জন্য রাশিয়া ও তুরস্ককে সহযোগিতা করে যাচ্ছে ইরান।

ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার আসাদ বাহিনী গত কয়েক বছর অভিযান চালিয়ে বিদ্রোহীদের কোনঠাসা করে রেখেছে। শেষ ঘাঁটি হিসেবে ইদলিব প্রদেশে এখন বেশ শক্ত অবস্থানে রয়েছে আসাদ বিরোধীরা।

আসাদ বাহিনী ইদলিব থেকে বিরোধীদের সরাতে জোরালো অবস্থান নিলে যুক্তরাষ্ট্র এ অভিযান বন্ধ করার জন্য জোর তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ ইরানের। এ পরিস্থিতিতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানাল ইরান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত