পাকিস্তানের আকাশপথ ভারতীয় বিমানের জন্য বন্ধ

প্রকাশ : ১৭ মে ২০১৯, ১৪:৫২

সাহস ডেস্ক

ভারতকে আকাশপথ ব্যবহার না করতে দেওয়ার সিদ্ধান্তে অনড় পাকিস্তান৷ 

আগামী ৩০ মে পর্যন্ত ভারতের বিমানগুলির উপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে এরপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে না উঠে যাবে, তারও কোনো আভাস পাওয়া যায়নি।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর পাকিস্তান তাদের আকাশসীমা সবার জন্য বন্ধ করে দিয়েছিল।

পরবর্তীতে ২৭ মার্চ থেকে অন্য সব বিমানের জন্য ইসলামাদ আকাশসীমা খুলে দিলেও নয়াদিল্লি, ব্যাংকক ও কুয়ালালামপুরের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, দুই দেশের সম্পর্কের উন্নতির কোনও সম্ভাবনা দেখছি না। ভারতে যতদিন নির্বাচন চলবে, ততদিন পাকিস্তানের আকাশপথ ভারতীয় উড়ানের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ-পূর্ব এশিয়াতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পাকিস্তানের আকাশপথ। তাই সেই আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়ছে ভারতীয় এয়ারলাইন্সগুলো।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত