মিশরে দিনে স্বাধীন আর রাতে কারাবন্দি

প্রকাশ : ১৪ মে ২০১৯, ১৩:৪৭

সাহস ডেস্ক

প্রতিদিন সামহি মুস্তাফা কায়রোর কাছে তার বাড়ি থেকে মিশরের দক্ষিণের প্রদেশ বানি সোয়েফ পর্যন্ত ২০০ কিলোমিটার যাত্রা করেন। আদালতের আদেশে আগামী কমপক্ষে পাঁচ বছর তার জন্য এই যাত্রা বাধ্যতামূলক।

সামহি মুস্তাফাকে প্রতিদিন বাধ্যতামূলক ১২ ঘণ্টা একটি পুলিশ স্টেশনে কাটাতে হয়। যাকে বলা হচ্ছে 'সাপ্লিমেন্টারি পেনাল্টি'।

এর আগে তিনি পাঁচ বছর কারাগারে কাটিয়েছেন। গত বছরই ছাড়া পেলেও বাড়তি শাস্তি হিসেবে এই 'সাপ্লিমেন্টারি পেনাল্টি' দেওয়া হচ্ছে।

২০১৩ সালে 'মিথ্যা সংবাদ' প্রচার এবং সেসময় দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি বিরোধী এক বিক্ষোভ চলাকালীন মুসলিম ব্রাদারহুডের সদস্যদের সাহায্য করার অভিযোগে এই সাংবাদিকের কারাদণ্ড হয়েছিলো।

সামহি টুইটারে লিখেছিলেন, ২০০ কিলোমিটার যাত্রা পথে তিনি সড়ক দুর্ঘটনাতে পড়েছিলেন। তাই সেদিন বাধ্যতামূলক 'সাপ্লিমেন্টারি পেনাল্টি' পালন করতে পারেননি। ‍ুতার অনুপস্থিতিতে আদালত তাকে আবারো এক মাসে জেল দিয়েছে।

মিশরে এরকম শাস্তি শুধু তিনি পাচ্ছেন এমন নয়। দেশটিতে শতশত বিরোধী মতাবলম্বী রাজনৈতিক কর্মীকে একই ধরনের সাজা দেওয়া হচ্ছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত