ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার তদন্ত শুরু

প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৭:২৩

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সে দেশের সরকার। 

১৩ মে (সোমবার) থেকে এ তদন্ত প্রক্রিয়া শুরু করে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এদিকে অনলাইনে সহিংসতা মোকাবেলায় বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে ব্রেনটন টেরেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেন।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, আর কখনও যাতে এরকম হামলার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে এ তদন্তের ফলাফল কাজে আসবে।

চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত তদন্ত কমিটি ক্রাইস্টচার্চ হামলা বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। ডিসেম্বরের ১০ তারিখে তারা সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত