লন্ডনে তারাবির সময় মসজিদে গুলি

প্রকাশ : ১০ মে ২০১৯, ১১:০৫

সাহস ডেস্ক

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি মসজিদে তারাবির নামাজ চলাকালে বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মে) রাতে একজন বন্দুকধারী ব্যক্তি ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে ঢোকার পর পুলিশকে খবর দেয়া হয়। খবর বিবিসির।

পরে মুসল্লিরা ওই ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেন এবং একটি গুলির শব্দ শোনা যায়-ধারণা করা হচ্ছে একটি ‘হ্যান্ডগানের ফাঁকা গুলি’ থেকে ওই শব্দ হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় কেউ আহত হয়নি বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এটি সন্ত্রাসী হামলা নয় বলেও তাদের বিশ্বাস বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছে। তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি বা ভবনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ব্যালিস্টিক প্রমাণে দেখা গেছে যে একটি হ্যান্ডগান থেকে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে সারারাত ছিলেন।

মুসলিম কাউন্সিলের একজন মুখপাত্র টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, ওই মসজিদের ইমাম মুফতি সুহেইল বলেছেন-হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তারা অবগত নন। তিনি মানুষজনকে ‘ভ্রান্তধারণা এবং অসমর্থিত তথ্য ছাড়ানো বন্ধের’ আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত