১০ লাখেরও বেশি মুসলমানকে আটকে রেখেছে চিন

প্রকাশ : ০৬ মে ২০১৯, ১৬:২০

সাহস ডেস্ক

সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ১০ লাখের বেশি মানুষকে চীন নিপীড়ন শিবিরে আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এশীয় নীতি দেখাশোনা করা র‍্যান্ডল শ্রীভল সংবাদ মাধ্যম রয়টার্স ও দ্য গার্ডিয়ানকে এমন তথ্য দিয়েছেন।

তবে তার মন্তব্যের দরুণ চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারনা করা হচ্ছে। উইঘরসহ উল্লিখিত বন্দিশিবিরকে বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্র বলে আখ্যায়িত করেছে চীন।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে শ্রিভল বলেন, চীনা কমিউনিস্ট পার্টি মুসলমানদের গণআটকের জন্য নিরাপত্তা বাহিনী ব্যবহার করছে। ১০ লাখ আটক বলা হলেও সত্যিকার অর্থে তারা ত্রিশ লাখ মুসলমানকে বন্দি রেখেছে।

বন্দিশিবিরে তাদের প্রতি যে নিপীড়ন চালানো হয়, তাতে কেউ কেউ আত্মহত্যার দিকেও ধাবিত হন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত