যুক্তরাষ্ট্রের নারী সেনারা যৌন হয়রানি শিকার

প্রকাশ : ০৪ মে ২০১৯, ১৬:৩০

সাহস ডেস্ক

গত দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নারী সেনারা যৌন হয়রানি শিকার হচ্ছে। দেশটির সেনাবাহিনীতে প্রায় ২১ হাজারটি অনিচ্ছাকৃত যৌন সম্পর্কের ঘটনা ঘটেছে। এমন ঘটনা ৩৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ইউএস টুডে।

৮৫ শতাংশ ক্ষেত্রে ভুক্তভোগী নারী আক্রমণকারীকে চেনেন। অধিকাংশ ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে তারা হেনস্তার শিকার হচ্ছে।

একটি প্রতিবেদন থেকে এমন তথ্য জানার পর উত্তর খোঁজার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বিবিসি জানিয়েছে, ২০১৮ সালে যৌন হয়রানি কিংবা ধর্ষণের মতো ২০ হাজার ৫০০টি ঘটনা ঘটেছে। দুই বছর আগে এই সংখ্যা ছিল ১৪ হাজার ৯০০টি।

প্রতিরক্ষা সচিব প্যাট্রিক শাহানান কংগ্রেস বলেছেন, সেনাবাহিনীতে যৌন হেনস্তাকে ‘অপরাধ’ হিসেবে গণ্য করার পরিকল্পনা চলছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত