আজ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর

প্রকাশ : ০৩ মে ২০১৯, ১২:৪২

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড় ‘ফণী’ পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে যাচ্ছে। যা স্থানীয় সময় দুপুরের দিকে পশ্চিমবঙ্গে আঘাত আনতে পারে।

৩ মে (শুক্রবার) রাত সাড়ে ৯টা থেকে আগামীকাল ৪ মে (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ফণীর কারণে কলকাতা বিমানবন্দর। এতে বিভিন্ন রুটের ২০০টির বেশি ফ্লাইট বাতিল হবে।

কলকাতা বিমানবন্দর বন্ধ ও ফ্লাইট বাতিল হলে বিপুলসংখ্যক যাত্রীর যাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গতকাল ২ মে (বৃহস্পতিবার) মধ্যরাত থেকেই ফণীর কারণে উড়িষ্যায় ভুবনেশ্বর বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ সকালে ভারতের উড়িষ্যায় ফণীর আঘাত আনায় সেখানে প্রবল ঝোড়ো হাওয়া বইছে।

ভারতীয় বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও অসুবিধার কথা বিবেচনায় নিয়ে দুটি বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ফণীর কারণে দেশটির বিভিন্ন বেসরকারি বিমান সংস্থা গতকাল থেকে বিমান পরিষেবা বন্ধের কথা জানায়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত