যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৪

প্রকাশ : ০১ মে ২০১৯, ১৬:৫৬

সাহস ডেস্ক

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্ধুকধারী আততায়ীদের হামলার নিয়মিত ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। 

এরইমধ্যে পারটানবার্গ শহরের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনায় এক বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

২৯ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শার্লট ক্যাম্পাসের একটি ভবনে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন একটি এপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে বরে জানিয়েছে পারটানবার্গ শহরের কাউন্টি শেরিফ লেফটেন্যান্ট কেভিন বোবো।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ প্রধান জেফ বেকার রয়টার্সকে বলেন, এক ব্যক্তি কয়েকজন শিক্ষার্থীকে গুলি করেছে। এমন খবর শুনে দ্রুত তিনজন পুলিশ কর্মকর্তা ওই ভবনে গিয়ে হাজির হয়। তারা ওই বন্দুকধারীকে নিরস্ত্র করে তাকে হেফাজতে নিয়ে আসে

তিনি আরো বলেন, রাতেই অভিযুক্ত বন্দুকধারীকে শনাক্ত করা হয়। ২২ বছর বয়সী ওই যুবকের নাম ট্রিস্তান অ্যান্ড্রু টেরেল।

এ ঘটনার পর আগামী রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালযের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও মঙ্গলবার রাতে হতে যাওয়া ক্যাম্পাসের ফুটবল স্টেডিয়ামে কনসার্টের আয়োজন বাতিল করা হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত