মার্কিন র্ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৯, ১২:৪৭

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলোচিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন পদত্যাগ করেছেন। 

তবে রোসেনস্টেইন কবে পদত্যাগ করেছেন সেটি এখনও জানা যায়নি। অন্যদিকে হোয়াইট হাউজ তার পদত্যাগের বিষয়টি গ্রহণ করেছে।

জানা যায়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিরোধপূর্ণ কাজের সম্পর্ক ছিল রড রোসেনস্টেইনের। এর জের ধরে আগামী ১১ মে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের চিঠিতে রড রোসেনস্টেইন ট্রাম্পকে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি চিঠিতে তিনি প্রেসিডেন্টের ভদ্রতা এবং মানসিক অবস্থা নিয়ে প্রশংসা করেছেন।

দেশটির সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ রড রোসেনস্টেইনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সম্প্রতি যখন প্রেসিডেন্ট ট্রাম্প দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে উইলিয়াম বারকে নিযুক্ত করলেন, এরপর থেকেই পদত্যাগ করার ভাবনা শুরু করেন রোসেনস্টেইন।

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর ধারা নিয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত