মহাকাশে ‘লাইভ স্যাটেলাইট’ ধ্বংস করল ভারত

প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ১৬:২০

সাহস ডেস্ক

অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে লো-আর্থ অরবিটে (এলইও) থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে ভারত। মাত্র তিন মিনিটের মধ্যে এই অপারেশন শেষ হয়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা জানান।

আজ বুধবার (২৭ মার্চ) সকালে মোদি টুইট করে জানান, তিনি আজ ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দিতে ভাষণ দেবেন।

বেলা সাড়ে ১২টা নাগাদ জাতির উদ্দেশে নিজের ভাষণ শুরু করেন তিনি। বলেন, ‘ভারত আজ মহাকাশে অন্যতম শক্তি। মহাকাশে ভারত এখন চতুর্থ শক্তি।’

‘ডিআরডিও বিজ্ঞানীরা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহকে পরীক্ষামূলকভাবে ধ্বংস করেছেন। এই অপারেশনের নাম ছিল মিশন শক্তি।’

মোদির দাবি আমেরিকা, রাশিয়া এবং চিনের কাছে এত দিন এই প্রযুক্তি ছিল, যেটা ভারতও এখন আয়ত্ত করল।

লোকসভা নির্বাচনের প্রক্রিয়ার সময় এই ঘোষণার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের কয়েকটি বিরোধী দল। সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কিন্তু দেশটির নির্বাচন কমিশন বলছে, নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা দেওয়ার ক্ষেত্রে কোনা বাধা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত