আইএস যোদ্ধাদের ফেরত নিতে ইউরোপকে আহ্বান ট্রাম্পের

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭

সাহস ডেস্ক

সিরিয়ায় আটক হওয়া তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনতে ব্রিটেনসহ ইউরোপের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরাক-সিরিয়া সীমান্তের বাঘুজ অঞ্চলে আইএস যোদ্ধাদের শেষ ঘাঁটিতে মার্কিন সমর্থিত কুর্দিশ বাহিনীর হামলা চলার সময়ে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট এই আহ্বান জানিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

ইসলামিক স্টেটের বিরুদ্ধে চলমান যুদ্ধে সর্বশেষ ধরা পড়েছে আট শতাধিক আইএস সদস্য। তারা এখন কুর্দিশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।  

টুইটে মার্কিন প্রেসিডেন্ট আরো লিখেন, সব আইএস যোদ্ধা ইউরোপে ছড়িয়ে পড়ুক, এমনটা যুক্তরাষ্ট্র চায় না; বরং ব্যয়বহুল এই বিচারকাজে যুক্তরাষ্ট্রের মিত্রদের অংশগ্রহণের জন্যই এ কথা বলছেন তিনি।

একই সঙ্গে পুরো দায়ভার যুক্তরাষ্ট্রের হলে আটক আইএস জঙ্গিদের মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্র বাধ্য হবে বলেও টুইটে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

কয়েক দিন আগেই ট্রাম্প তাঁর এক ভাষণে বলেছেন, আইএসের পতন এখন সময়ের ব্যাপার। এর মধ্যেই ইরাক-সিরিয়া সীমান্তবর্তী বাঘুজ অঞ্চলে আইএসের শেষ ঘাঁটিতে মার্কিন সমর্থিত কুর্দিশ বাহিনী হামলা চালাচ্ছে।

সেখানে আইএস পতনের দ্বারপ্রান্তে থাকলেও জাতিসংঘের হিসাবে, এখনো ইরাক ও সিরিয়ায় অন্তত ১৮ হাজার সৈন্য রয়েছে আইএসের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত