১৩০০ কি.মি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র অবমুক্ত করেছে ইরান

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০

সাহস ডেস্ক

১৩০০ কিলোমিটার পাল্লার নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র অবমুক্ত করেছে ইরান।

২ ফেব্রুয়ারি (শনিবার) ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বার্ষিকী উদযাপনের সময় নতুন এ ক্ষেপণাস্ত্র অবমুক্ত করা হয়েছে।

অবমুক্ত অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেন, ‘হামলার প্রস্তুতি নিতে এ ক্রুজ ক্ষেপণাস্ত্র খুবই কম সময় নেবে এবং অল্প উচ্চতায় এটি উড়তে পারবে।’

হাতামি বলেন, ‘ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির নাম হোভেইজাহ। এটি ২০১৫ সালে অবমুক্ত হওয়া সাওমার পরিবারভুক্ত।’

পশ্চিমা বিশেষজ্ঞরা বলেন, ‘ইরান কখনো কখনো নিজের অস্ত্র সক্ষমতার বিষয়টি প্রকাশ করতে গিয়ে বাড়াবাড়ি করে। যদিও দেশটির দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগ রয়েছে।’

বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগের প্রধান আমির আলী হাজিজাদেহ অনুষ্ঠানে বলেন, ‘ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য বিমান ইঞ্জিন উৎপাদনের সমস্যা প্রাথমিকভাবে অতিক্রম করেছে ইরান। এখন পূর্ণমাত্রায় অস্ত্র উৎপাদন করতে পারবে তারা।’

গত জানুয়ারিতে ইরান বলেছে, ‘তারা একটি উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করেও সফল হয়নি। যদিও এমন তৎপরতায় মার্কিন সতর্কতা উপেক্ষা করে ইরান এ উদ্যোগ নিয়েছিল।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত