যৌন নির্যাতন মামলা থেকে অব্যাহতি পেলেন ফ্রান্সের মন্ত্রী

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১২

সাহস ডেস্ক

ফ্রান্সের পরিকল্পনামন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে এক কলগার্লের করা যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত শেষে খারিজ করে দিয়েছেন আদালত।   

কলগার্ল অভিযোগ করেছে, তাকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন জেরাল্ড। কিন্তু সরকারি প্রসিকিউটররা বলছেন, সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপনের কোনো আলামত তারা পাননি।

জেরাল্ড দারমানি এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে।

প্রসিকিউটর দপ্তরের তরফ থেকে বলা হয়, জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগের তদন্ত করা হয়। তিনি তুরকওয়িং শহরের মেয়র থাকার সময় এক কলগার্লকে শারীরিক সম্পর্ক করতে বলেন।

সোফিয়া পাতজ নামের ওই নারী পুলিশকে অভিযোগ করেন, দারমানিন তাকে একটি প্রতারণা মামলার সাজা তুলে নেওয়ার বিনিময়ে শারীরিক সম্পর্ক করতে বলেন। ২০১৪ সাল থেকে ২০১৭ সালের মধ্যে এই ঘটনা ঘটে।

সূত্র : রয়টার্স

সাহস২৪.কম/ জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত