অস্ট্রেলিয়ান নতুন রানি বার্টি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ১৯:২১

সাহস ডেস্ক
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠতে কোনো সেট হারেননি অ্যাশলি বার্টি। ফাইনালে এসেই দ্বিতীয় সেটে তার ছন্দপতন। তবে ঘুরে দাঁড়িয়ে ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়াতেই রেখে দিলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা অ্যাশলি বার্টি।

শনিবার (২৯ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নারী এককের ফাইনালে মার্কিন তারকা ড্যানিয়েল কলিন্সকে ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলি বার্টি।

এদিন শুরুতে কলিন্সের বিপক্ষে প্রথম সেটে দারুণ জয় তুলে নিয়েছেন বার্টি। পরে দ্বিতীয় সেটেই হঠাৎ তার ছন্দপতন। ৫-১ গেমে পিছিয়ে পরেন বার্টি। তবে খাদের কিনারা থেকে ঘুরে দাড়ান বিশ্বের সেরা তারকা। যদিও সে সময় সার্ভিস ছিল কলিন্সের। টানা দুইবার কলিন্সের সার্ভিস ব্রেক করে বার্টি ৫-৫ গেমে নিয়ে গেলেন সেট। কলিন্স এরপরের সার্ভিস ধরে রাখায় সেট যায় টাইব্রেকারে।

টাইব্রেকে বার্টির সামনে দাঁড়াতেই পারেননি কলিন্স। দাপট দেখিয়ে ৭-২ পয়েন্টে কলিন্সকে হারিয়ে দ্বিতীয় সেট জিতে নিলেন বার্টি। পুরো টুর্নামেন্টে কোনো সেট না হেরেই ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। ৬-৩, ৭-৬ (৭-২) গেমে কলিন্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন বার্টি।

ছবি: এএফপি

ফাইনালে অপ্রতিরোধ্য গতিতে শুরু করা বার্টি ৪২ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। আবার ফাইনালে জিতে ৪৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়াতেই রাখলেন বর্তমান বিশ্বের সেরা টেনিস তারকা অ্যাশলি বার্টি। ১৯৭৮ সালের পর ছেলে ও মেয়েদের একক মিলিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন দেশটির কোনো খেলোয়াড়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত