চতুর্থ টি-টোয়েন্টি

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ৯৪ রান

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৯

সাহস ডেস্ক

 

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা প্রথম দুই জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আজ চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৩ রানে অলআউট করেছে টাইগাররা। ৯৪ রান করলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো জিতবে এ সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ পর তৃতীয় ম্যাচটি হেরেছিল স্বাগতিকরা।

সিরিজ জয়ের লক্ষ্যে আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪র্থ ম্যাচে কিউইদের মুখোমুখি হয়েছে টাইগাররা। তাবে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পরেন কিউইরা। ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে শুধু মাত্র সর্বোচ্চ রান করেছেন উইলি ইয়ং। ৪৮ বলে ৫ চার ১ ছক্কায় ৪৬ রান করে মোস্তাফিজের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইয়ং। এরপর ২৬ বলে ১ চারে ২১ রান করে মেহেদী হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন অধিনায়ক টম লাথাম।

১২ রান করে নাসুমের বলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিন অ্যালেন। এছাড়া আর কেউ ভালো স্কোর করতে পারেনি। অবশেষে কিউইদের ৯৩ রানে অলআউট করে বাংলাদেশ।

দেশের হয়ে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৪টি করে এবং মেহেদী হাসান সাইফউদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।

কিউইদের দেওয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত