বেলজিয়াম ১-২ ইতালি

ফিফার শীর্ষ দলকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ইতালি

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০৫:১১

সাহস ডেস্ক

রোমাঞ্চকর এক ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ের এক নম্বর দল বেলজিয়ামকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল ইতালি। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা রবার্তো মানচিনির দল।

ইতালির হয়ে গোল দুটি করেছেন মিডফিল্ডার নিকোলো বারেল্লা ও উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়া। ওদিকে বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেছেন রোমেলো লুকাকু।

এ নিয়ে চলতি আসরে টানা পঞ্চম জয় পেল মানচিনির দল। সব মিলিয়ে এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকল ইতালিয়ানরা। সমান ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনাও। তবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অবশ্য ব্রাজিল আর স্পেনের দখলে। দুই দলই সমান ৩৫টি ম্যাচে অপরাজিত ছিল।

আজ বল দখলে এগিয়ে থাকা ইতালি আক্রমণেও প্রাধান্য দেখায়। গোলমুখে তাদের নেওয়া ১৪ শটের তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রবার্তো মার্তিনেজের বেলজিয়াম ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে চারটি।

শুরু থেকে উজ্জীবিত ছিল বেলজিয়াম। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় ইতালি। আর ম্যাচের ১৩ মিনিটে ইনসিনিয়ের ফ্রি-কিকে বেলজিয়ামের জালে বল জড়ান ইতালির হয়ে ১০০তম ম্যাচে নামা লিওনার্দো বোনুচ্চি। কিন্তু মাঝে জর্জিও কিয়েলিনি ও জিওভান্নি ডি লরেঞ্জো অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করেন রেফারি।

পরে ২২ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডি ব্রুইনার মাঝমাঠের সামনে থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া বাঁকানো শট রুখে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। ২৬ মিনিটে রোমেলু লুকাকুর শট ফেরান তিনি। এক মিনিট পরেই ইনসাইনের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

নিকোলো বারেল্লা

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৩১ মিনিটে এগিয়ে যায় ইতালি। বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভেরটনগেন বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান মার্কো ভেরাত্তি। তিনি ডি-বক্সে খুঁজে নেন ইন্টার মিডফিল্ডার বারেল্লাকে। প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভেঙেচুরে কোণাকুণি শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি।

ইনসিনিয়ে

পরে ৪৪ মিনিটে আবারও এগিয়ে যায় ইতালি। একক নৈপুণ্যে বাম দিকে থেকে ভেতরে ঢুকে ডি-বক্সের বাইর থেকে চোখ ধাঁধানো বাঁকানো শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ইনসিনিয়ে।

রোমেলু লুকাকু

ভালো লিড নিয়ে বিরতিতে যাওয়ার সম্ভাবনা জাগালেও প্রথমার্ধের শেষ মিনিটে বেলজিয়ামকে পেনাল্টি উপহার দেয় ইতালি। ডি-বক্সে জেরেমি ডোকুকে ফাউল করেন ডি লরেঞ্জো। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি উপহার দেন বেলজিয়ামকে। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান রোমেলো লুকাকু। পরে এই ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।

বিরতি থেকে ফিরে এসে শুরুতেই ইতালির কয়েকটি আক্রমণ ব্যর্থ হয়। এর মধ্যে ৪৭ মিনিটে সিয়েসার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে স্পিনাজ্জোলার শট মাঠের বাইরে চলে যায়। একটু পর ইনসাইনের শট প্রতিহত করেন বেলজিয়াম গোলরক্ষক কুর্তোয়া। শেষদিকে ইতালির পোস্ট লক্ষ্য করে শট নেন ডোকু। তবে বল টার্গেটে রাখতে পারেননি তিনি। শেষ মুহূর্তে রক্ষণ জমাট করে ইতালি, যা আর ভাঙতে পারেনি বেলজিয়াম।

১৯৬৮ সালের পর দ্বিতীয়বারের মতো ইউরো জেতার অভিযানে আরেক ধাপ এগোল ইতালি। অন্যদিকে, তারকায় ঠাসা বেলজিয়ামের সোনালী প্রজন্মের কোনো শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

আগামী ৭ জুলাই সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হয়ে ইতালি। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত