বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

প্রকাশ : ২৬ মে ২০২১, ০১:০৩

সাহস ডেস্ক

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০৩ রানের বিশাল ব্যধানে হারিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিক বাংলাদেশ। এই জয়ের সুবাদে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেরও শীর্ষে উঠে গেল টাইগাররা।

ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী সুপার লিগের সেরা ৮ দল সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে। তারই অংশ হিসেবে এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে ০-৩ ব্যবধানে হারায় নামের পাশে পয়েন্ট যোগ হয়নি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর দুই ম্যাচ জিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের পাশাপাশি ২০ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ দল।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় উঠেছে অধিনায়ক তামিম ইকবালের দল। ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তিন ও চার নম্বরে থাকা পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার সমান ৬ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট। তিন ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শ্রীলঙ্কার ৫ ম্যাচে কোনো জয় নেই।

এদিকে টাইগারদের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। এর ফলে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টাইগাররা।

এর আগে রবিবার প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীমের অসাধারণ এক সেঞ্চুরিতে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা। এই ফরম্যাটে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি। তামিম ইকবাল (১৩) ও সাকিব আল হাসান (৯) এর পরে ওয়ানডেতে টাইগারদের হয়ে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দেশের দুই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

এরপর ৩৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১০ রান করে আউট মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ৭৪ রানে চার ব্যাটসম্যান আউট হওয়ার পর হাল ধরেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পঞ্চম উইকেটে তারা ৮৭ রান যোগ করেন। কিন্তু মাহমুদউল্লাহ ফিরে গেলে আফিফ হোসেন (১০) ও মেহেদী হাসান মিরাজরাও (০) সুবিধা করতে পারেন নি। শেষ পর্যন্ত মুশফিকের ১২৫ (১২৬) রানের ইনিংসে ভর করে ৪৮.১ ওভারে সব উইকেটে হারিয়ে ২৪৬ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটি ২৮ মে একই মাঠে হবার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত