আজ রাতে দেশে ফিরছেন সাকিব

প্রকাশ : ২২ মার্চ ২০২১, ১৪:৪১

সাহস ডেস্ক

দেশের ক্রিকেটপ্রেমীদের সকল আগ্রহের কেন্দ্র এখন এই সিরিজের চেয়ে বেশি সাকিব আল হাসানের ওপর। একটি সাক্ষাৎকার কেন্দ্র করে নতুন করে আলোচনায় সাকিব আল হাসান। শনিবার রাতে একটি ফেসবুক লাইভে কিছু বিষয় বিসিবির ‘বিরুদ্ধে’ যাওয়ায় সেসব নিয়ে কথা বলতেই নাকি তিনি দ্রুত দেশে ফিরছেন।

সোমবার (২২ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করবেন সাকিব আল হাসান। এ তথ্য নিশ্চিত করেছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান।

ওয়াসিম খান বলেন, সাকিব আজ রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রওয়ানা দিয়ে আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

রবিবার রাতে বাংলাদেশের এক ক্রীড়া সাংবাদিককে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। উৎপলের ব্যক্তিগত ওয়েবসাইটে সেই সাক্ষাৎকারে সাকিব ব্লেন, আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। যা ঠিক মনে করি, বলে দিয়েছি।

এর প্রতিক্রিয়া কী হতে সেই ব্যাপারে সাকিব বলেন, কী প্রতিক্রিয়া হবে, এ নিয়ে ভাবি না। আমি চিন্তা করলে বড় চিন্তা করি। আচ্ছা আপনিই বলেন, আমি যা বলেছি, তাতে কি আমার নিজের কোনো লাভ আছে? নিজের লাভ তো গাধাও বোঝে। আমি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কথাগুলো বলেছি। কারও যখন বলার সাহস নাই, আমিই না হয় বললাম। আমার ব্যক্তিগত লাভের জন্য তো বলি নাই। কেউ যদি এটা ভালোভাবে নিতে চায়, তা ক্রিকেটের জন্য ভালো হবে। আমরা যদি ভালো করতে চাই, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই, তাহলে তো আমি আমার কথায় কোনো সমস্যা দেখি না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত