আকরাম খানের বিরুদ্ধে সাকিবের অভিযোগ

প্রকাশ : ২১ মার্চ ২০২১, ১৩:৫৬

সাহস ডেস্ক

টেস্ট খেলা নিয়ে বিতর্কের মুখেই আছেন সাকিব আল হাসান। তিনি টেস্ট খেলতে চান কি না এ নিয়ে এবার মুখ খুললেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

তিনি শ্রীলঙ্কার সাথে আসন্ন টেস্ট সিরিজে অংশ না নিয়ে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল খেলতে যাবেন ছুটি নিয়ে, গত ফেব্রুয়ারি মাসে এমন খবর বের হওয়ার পর থেকেই সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়।

কিন্তু ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিকে দেয়া একটি সরাসরি সাক্ষাৎকারে সাকিব বলেছেন, তিনি ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়ে যে চিঠি লিখেছেন সেখানে কোথাও উল্লেখ করেনি যে তিনি টেস্ট খেলতে চান না।

সাকিব বলেন, আমি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছি। আমি নিশ্চিত তারা লেটারটি পড়েনি।

তিনি বলেন, আমি আমার লেটারে কোথাও উল্লেখ করিনি যে টেস্ট খেলতে চাই না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খানের নাম উল্লেখ করে সাকিব আরো বলেন, আকরাম ভাই বারবার বলেছেন, আমি খেলতে চাই না, খেলতে চাই না, খেলতে চাই না।

সাকিব আল হাসানের এই বক্তব্য নিয়ে বাংলাদেশে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত রাত থেকেই অনলাইনে নানারকম আলোচনা চলছে ক্রিকেট ভক্ত ও সংশ্লিষ্টদের মধ্যে।

এ নিয়ে আকরাম খানের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তারা বৈঠকে বসবেন এবং তারপরই প্রতিক্রিয়া জানাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত