নিজের একমাত্র লক্ষ্য কি জানালেন নেইমার

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২

সাহস ডেস্ক

প্যারিশ সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেছেন, ‘আমার একমাত্র লক্ষ্য পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো। তবে এটা সত্য, আমার এই অভিলাসটি রয়েছে যে, পিএসজির ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সঙ্গে আমার নামটি জড়িয়ে নেবো এবং ইতিহাসে লেখা হয়ে যাবে সেই নাম।’

পিএসজির অফিসিয়াল ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

নেইমার বলেন, ‘আমার এখন একমাত্র লক্ষ্যই হচ্ছে, এই সতীর্থদের নিয়েই আমি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেবো। ব্যক্তিগত সাফল্য নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কিন্তু সেই দলটির একজন হতে চাই।’

তিনি বলেন, ‘পিএসজিতে নাম লেখানোর প্রথম দিন থেকেই কিন্তু আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করছি। গত গ্রীষ্মেও আমি খুব একটি কঠিন সময় কাটিয়েছি। কিন্তু আমি কোনো কিছু ছেড়ে দিইনি।’

মাঠের সাফল্যের দিকেই এখন নজর নেইমারের। তিনি বলেন, ‘আমি পরিস্থিতি সম্পর্কে জানি। যা মাঠে ফিরতে গেলে আমার জন্য অপেক্ষা করছে। সবকিছুর ওপর কিন্তু আমি নিজের সেরাটা মাঠে ঢেলে দিতে প্রস্তুত রয়েছি। এরপর থেকেই ভালো কিছু আসতে শুরু করেছে।’

এবারের চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই পিএসজি ফাইনাল পর্যন্ত উঠে গিয়েছিল। নেইমার বলেন, ‘আমি পিএসজিতে আসার পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে ২ বার বিদায় নিয়েছি। তবে আমি বিশ্বাস করি একটি বড় ক্লাবে পরিণত হওয়ার পথে এটা একটা অংশ। এগুলো আপনাকে পাড়ি দিতেই হবে। সাফল্য কখনোই একদিনে আসে না।’

এই সুপারস্টার বলেন, ‘আমার বিশ্বাস, এই যে বাদ পড়া, এই যে হতাশা এবং অনেকগুলো ভুল- সবকিছু থেকে আমরা শিখেছি এবং দল হিসেবে আরও শক্তিশালী হয়েছি। এখন আমরা বলতে পারি যে, পিএসজি শক্তিশালী ক্লাব। আমরা এখন একটা লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয় করা।’

পরক্ষণে নেইমার বলেন, ‘যদি কারো পিএসজি সম্পর্কে কোনো সন্দেহ থাকে যে ক্লাবটি শক্তিশালী কি না, তাহলে তাদের সেই সন্দেহ লিসবনেই (পর্তুগালের রাজধানী, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছে) মৃত্যুবরণ করেছে।’

এর আগে শোনা যেতো, নেইমার নিজেই থাকতে চান না পিএসজিতে। যে কোনো মূল্যে হোক তিনি চেয়েছিলেন, আবারও বার্সায় ফিরে যেতে। কিন্তু হঠাৎ করে বার্সার পরিবেশ বদলে যাওয়ায় এবং ইতিহাসে প্রথমবারের মত পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে আনার পরই আত্মবিশ্বাস বেড়ে গেছে নেইমারের। বার্সায় যাওয়ার সিদ্ধান্তও বদলে ফেলছেন নেইমার। তিনি এখন আর বার্সায় যেতে চান না। বরং, থেকে যাবেন পিএসজিতেই। শুধু তাই নয়, নিজের বর্তমান ক্লাবের সঙ্গে সম্পর্কটাকেও মজবুত করে নিতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত