এই সময়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে নিজেকে শক্ত রাখা: মুমিনুল

প্রকাশ : ২৫ জুন ২০২০, ১৫:৫২

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাসের পরিস্থিতিতে গতকাল শ্রীলঙ্কা সফর স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগের দিন নিউজিল্যান্ডে বিপক্ষে হোম সিরিজও স্থগিত করেছিল বিসিবি। এ নিয়ে মোট ৫টি সিরিজ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘অবশ্যই আমি ক্রিকেট মিস করছি, অন্য সবার মতো অবশ্যই তার জন্য খারাপ লাগছে। এ বছরের জন্য আমারও পরিকল্পনা ছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এই ব্যাপারে আমাদের করার কিছুই নেই।’

ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষা’কারে একথা বলেন মুমিনুল হক।

২৯ বছর বয়সী এই টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের অনেক টেস্ট স্থগিত হয়েছে। তবে একমাত্র আশার আলো হচ্ছে, যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নসশিপ, আমরা সেই টেস্টগুলো খেলতে পারবো। আমাদের লক্ষ্য ছোট ছোট পদক্ষেপ নিয়ে উন্নতি করা।’

মুমিনুল আরও বলেন, ‘একজন পেশাদার খেলোয়াড় হিসেবে, ব্যাট-বলের বিষয়টা আমাদের রক্তেই আছে সবসময়। যখন ২-৩ মাস বাসায় লকডাউনের মধ্যে আছেন, তাই এ সময়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে নিজেকে শক্ত রাখা। আমি মনে করি, ৫-৬ দিন কাজের মাধ্যমে নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন। তবে মানসিকভাবে শক্ত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

করোনায় আক্রান্ত হযে দিনদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাংলাদেশে। ঝুঁকি এড়াতে আপাতত মাঠে যাওয়াও নিষিদ্ধ মুমিনুলদের জন্য। স্বাভাবিক অবস্থা কবে ফিরবে তাও অনিশ্চিত। তবে সময়টাতে তিনি সতীর্থদের সঙ্গে আলোচনা করছেন পরিস্থিতি নিয়ে। বিশেষ করে জুনিয়র ক্রিকেটারদের উপদেশ দিচ্ছেন মানসিকভাবে শক্ত থাকার জন্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত