বেনজেমার জোড়া গোলে রিয়ালের সহজ জয়

প্রকাশ : ১৯ জুন ২০২০, ১৩:২৬

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে করিম বেনজামার জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে দারুন জয় তুলে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল স্প্যানিশরা।

১৮ জুন (বৃহস্পতিবার) মাদ্রিদের আলফার্দো দি স্তেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারায় জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন মার্কো অ্যাসেনসিও।

এদিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। এরপর বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৬১তম মিনিটে এডেন হ্যাজার্ডের দ্রুত পাসে দলকে লিড এনে দেন করিম বেনজেমা।

বেনজেমার প্রথম গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেনসিও। ম্যাচের ৭৪তম মিনিটে ভালভার্দেকে তুলে অ্যাসেনসিওকে নামান রিয়াল–বস জিদান। মাঠে নেমে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের স্প্যানিশ এই ফরোয়ার্ড। রিয়ালের ফরাসি ডিফেন্ডার ফার্লেন্ড মেন্ডির বাড়ানো বল নিচু শটে জালে জড়ান অ্যাসেনসিও।

এরপর ম্যাচের তিন নম্বর গোলেও অবদান এই বদলি খেলোয়াড় অ্যাসেনসিওর। ম্যাচের ৮৬তম মিনিটে ডি বক্সে তার বাড়ানো বল নিখুঁত রিসিভিংয়ে পায়ে তোলেন বেনজেমা। এরপর অনায়াসেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন করিম বেনজেমা। অবশেষে ৩-০ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সমা ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে সেভিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত