বিসিবির সাড়ে ৩শ’ কর্মচারীদের আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটাররা

প্রকাশ : ০৯ জুন ২০২০, ১৭:২০

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিম্ন আয়ের কর্মচারীদের বেশ কষ্টের মাঝে দিন পার করতে হচ্ছে। তবে জাতীয় দলের ক্রিকেটাররা সবসময় বিসিবির এই কর্মীদের পাশে দাঁড়িয়েছে। এবারও দেশের বিভিন্ন জায়গায় বিসিবির প্রায় সাড়ে তিনশ মাঠকর্মী, ক্লিনার, ড্রাইভারদের আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটাররা।

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারসহ ২৭ ক্রিকেটার ২৫ লাখ টাকা দান করেছিল। সেখানে থেকেই কিছু অর্থ এই সকল কর্মচারীদের দান করছে ক্রিকেটাররা।

দানের এই অর্থ থেকেই ক্রিকেটাররা কিছুদিন আগে ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন ও সুপেয় খাবার পানির ব্যবস্থা করে দিয়েছিল ক্রিকেটাররা। দেশের সব কঠিন সময়ই ক্রিকেটাররা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কেউ ব্যক্তিগত উদ্যেগে, আবার অনেক সময় দলীয় উদ্যেগে সহায়তা করে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত