করোনাভাইরাস: ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে আইসিসির সভা

প্রকাশ : ১৩ মার্চ ২০২০, ১৬:১৮

সাহস ডেস্ক

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) বার্ষিক সভা প্রাথমিকভাবে চলতি মাসের শেষদিকে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণেই তা পিছিয়ে দিয়ে আগামী মে মাসের শুরুতেই হবে আইসিসির এই পূর্ণাঙ্গ সভা। তবে এবার নতুন সমাধানে পৌঁছেছে আইসিসি।

এর আগে পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ মার্চের ২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে স্বল্প পরিসরে এবারের সভা আয়োজন করার সিদ্ধান্তে নেয়া হয়েছে।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে বোর্ডের সদস্যদের অনেকেই চিন্তিত এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। এমন অবস্থায় আইসিসি ঠিক করেছে যে, চলতি মাসের শেষে দুবাইতে সে বার্ষিক সভা ছিলো, সেটি এখন শুধুমাত্র কনফারেন্স কলের মাধ্যমে হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইসিসি বোর্ড এবং সদস্যরা যার যার জায়গায় থেকেই শুধুমাত্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এ বৈঠকে বসবে। পূর্ণাঙ্গ বৈঠক হবে মে মাসের শুরুতে। তবে এ ব্যাপারে যেকোনো কিছু ঠিক করার আগে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে। সকলের স্বাস্থ্যগত বিষয় সর্বোচ্চ গুরুত্ব পাবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত