প্রথমার্ধেই বাংলাদেশ জিতে গেছে: টম মুডি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৫

সাহস ডেস্ক

যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে বাংলাদেশের দরকার মাত্র ১৭৮ রান। এই রানের মধ্যে ভারতের মতো দলকে বেঁধে ফেলার ক্ষেত্রে টাইগারদের দুর্দান্ত বোলিং-ফিল্ডিং নজর কেড়েছে টম মুডির।

৯ ফেব্রুয়ারি (রবিবার) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে বিশ্বকাপের ফাইনালে টাইগার জুনিয়রদের ১৭৮ রানের টার্গেট দিয়েছে ভারতীয় যুবারা।

এদিন টসে জিতে আগে শক্তিশালী এবং কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৭৭ রানে আটকে ফেলেছে বাংলাদেশ যুবারা।

এত অল্প রানে ভারতের মতো দলকে বেঁধে ফেলার ক্ষেত্রে টাইগারদের দুর্দান্ত বোলিং-ফিল্ডিং নজর কেড়েছে সবার। খেলার প্রথমার্ধে লাল-সবুজের পতাকাবাহী যুবাদের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি টম মুডিকেও।

বিশ্বকাপজয়ী কোচ মুডি তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘বাংলাদেশি তরুণরা অবিশ্বাস্য গোছানো বোলিং-ফিল্ডিং দেখিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ জিতে গেছে, ১৭৮-এর লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কি তারা তাদের স্নায়ু ধরে রাখতে পারবে?’

টম মুডির এমন প্রশ্নের উত্তর পেতে আজ কোটি বাঙালির চোখ টিভি সেটের দিকে তাকিয়ে। শুধু মাত্র ১৭৮ রান পয়োজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত