ভারতকে ২৭৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪২

সাহস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রস টেইলরের অনবদ্য ইনিংসে সফরকারী ভারতকে ২৭৪ রানের টর্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

৮ ফেব্রুয়ারি (শনিবার) ইডেন পার্কে মুখোমুখি হয়েছে ভারত-কিউইরা। এর আগে প্রথম ম্যাচে জিতে এগিয়ে আছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে আগে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

দলের হয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মার্টিন গাপ্টিল ও রস টেইলর। দবে ওপেনিং জুটিটা ভালোই করে কিউইরা। ৯৩ রানের একটি জুটি গড়ে ৫৯ বলে ৫ চারে ৪১ রান করে ফেরেন ওপেনার হেনরি নিকলস। পরে ২৫ বলে ৩ চারে ২২ রান করে ফেরেন ওয়ানডাউনে নামা টম ব্লানডেল। পরে দলের হাল ধরেন মার্টিন গাপ্টিল ও রস টেইলর।

এরপর ৭৯ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৯ রান করে ওপেনার মার্টিন গাপ্টিল ফিরলেও অপরাজিত থাকেন রস টেইলর ও দশ নাম্বারে নামা কেইল জেমিসন। এদের মধ্যে কেই দুই সংখ্যার ঘরে পৌঁছাতে পারেনি। ৭৪ বলে ৬ চার ২ ছক্কায় ৭৩ রান করেন টেইলর ও ২৪ বলে ১ চার ২ ছক্কায় ২৫ রান করেন কেইল জেমিসন।

ভারতের হয়ে জুভেন্দ্র চাহাল ৩টি, শার্দুল ঠাকুর ২টি এবং রবিন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।

স্বাগতিকদের দেওয়া ২৭৪ রানের জবাবে মাঠে নামবে বিরাট কোহলির দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত