ভারত-বাংলাদেশ ম্যাচে হামলার আশঙ্কা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৫:৫০

সাহস ডেস্ক

ভারতে টি-২০ ও টেস্ট সিরিজ খেলতে বুধবার (৩০ অক্টোবর) সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সিরিজের প্রথম টি-২০ খেলা হবে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। তবে ৩ নভেম্বরের এই ম্যাচে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে ভারতের দেশটির জাতীয় তদন্ত সংস্থা- ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এনআইএ)।

জানা গিয়েছে, দিল্লির পুলিশকে ম্যাচটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সুপারিশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এনআইএ)।

এনআইএ জানিয়েছে, তাদের কাছে অজ্ঞাতনামা একটি চিঠি এসেছে। যেখানে ভারতীয় দল ও বিশেষ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকি রয়েছে। 

এমন খবর প্রকাশ করেছে ভারতের হিন্দুস্তান টাইমস। চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে তা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে। সংবাদে বলা হয়েছে হামলা চালাতে পারে কেরালা ভিত্তিক সংন্ত্রাসী সংগঠন অল ইন্ডিয়া লস্কর।

সংস্থাটি আরও জানিয়েছে, হামলার খবরটি গুজব হতে পারে। তবে পূর্ব আশঙ্কা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এই ম্যাচে। হামলার এই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত