৩৩তম জন্মদিনে ১ম টি-২০ সেঞ্চুরির দেখা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১৪:০২

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে সফরকারি শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল স্বাগতিক অস্ট্রেলিয়া। এই ম্যাচের দিনেই ওয়ার্নারের জন্মদিন। আর এই জন্মদিনেই টি-টোয়েন্টি ফরমেটে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁ-হাতি অজি ব্যাটসম্যান।

আজ ২৭ অক্টোবর (রবিবার) এডেলাইড ওভালে লঙ্কানদের ১৩৪ রানে হারিয়েছে অজিরা।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়ার্নারের সেঞ্চুরিতে ভর করে ২৩৩ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চা ৫৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০০ রান করেন অপরাজিত ডেভিড ওয়ার্নার। ৩৬ বলে ৮ চার ৩ ছক্কায় ৬৪ রান করেন অধিনায়ক এ্যারোন ফিঞ্চ। এবং ২৮ বলে ৭ চার ৩ ছক্কায় ৬২ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।

লঙ্কানদের হয়ে লাকশান সান্দাকান ও দাসুন শানাকা ১টি করে উইকেট নেন।

অজিদের দেওয়া ২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৯ রানে সব উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। দলের হয়ে কেউ দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ১৭ রান করেন দাসুন শানাকা।

অজিদের হয়ে এ্যাডাম জাম্পা ৩টি, মিচেল স্টার্ক ও পেট কামিন্স ২টি এবং এসটন আগার ১টি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত