সাইফকে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়ন নোফেল

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ১৩:২৯

অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের শেষের দিকে আবীরের একমাত্র গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব।

২ সেপ্টেম্বর (বুধবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে আকবর হোসেন রিদনের শিষ্যরা।

এই দিন ম্যাচের শুরু থেকে অবশ্য নোফেলের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সাইফ। আক্রমণের পাল্লাটা সাইফের দিকে বেশি থাকে। ১৩ মিনিটে পেনাল্টি ডি বক্সের বাইর থেকে সাইফের অধিনায়ক ইমন মোল্লার শট নোফেলের গোলরক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

তবে ৩১ মিনিটে কর্নার থেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বল শামিম হেড দিলে নিশ্চিত গোল থেকে দলকে আবারো রক্ষা করেন নোফেলের গোলরক্ষক। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে।

বিরতি থেকে ফিরে এসেও আক্রমণের ধারা অব্যাহত রাখে সাইফ। তবে একের পর আক্রমণ চালিয়েও বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ফিনিশিংয়ে অভাবেই গোল পাচ্ছিল না তারা।

অন্যদিকে নোফেলও কিছুটা রক্ষনাত্মক কৌশলে ফুটবল খেলতে থাকে। রক্ষন ঠিক রেখে মাঝে মাঝে পাল্টা আক্রমণ করতে থাকে তারা।

তবে সাফল্য আসে ম্যাচের ৮১ মিনিটে। নোফেলের জয় সূচক গোলটি করেন আবীর। ডি বক্সের বাম সাইড থেকে পিয়াস ক্রস দেন আবীরের উদ্দেশ্যে। তবে তাকে মার্কিংয়ে রাখা সাইফের ডিফেন্ডার মোমিন বল পেলেও বিপদমুক্ত করতে পারেননি। ফলে ডান পায়ের সহজ ফিনিশিংয়ে বল জালে জড়ান আবীর।

ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি সাইফ। ফলে একমাত্র গোলেই শিরোপা ঘরে তোলেন আকবর হোসেন রিদনের শিষ্যরা।

অথচ এই আকবর হোসেন রিদন হচ্ছেন সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ কামাল বাবুর শিষ্য। তার অধীনেই এক সময় ফুটবল খেলেছিলেন রিদন। তবে এবার কোচিংয়ে গুরুকেই পরাজিত করলেন রিদন।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত