এবার ম্যানইউকে হারাল ওয়েস্ট হাম

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে হেরে দ্বিতীয় পরাজয় বরণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

২২ সেপ্টেম্বর (রবিবার) ওয়েস্ট হামের মাঠে ২-০ গোলে হেরেছে ওলে গানার সুলশারের শিষ্যরা।

পল পগবা-অ্যান্থনি মার্শালকে ছাড়া খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাশ রাশফোর্ড-হুয়ান মাতারা শুরু থেকে চেষ্টা চালাচ্ছিলেন গোল বের করার। কিন্তু গোছালো আক্রমণ না হওয়ায় তাদের বারবার হোঁচট খেতে হচ্ছিল ওয়েস্ট হামের রক্ষণভাগের সামনে। অবশ্য ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরাও কয়েকবার ভয় ধরিয়ে দেয় ইউনাইটেড শিবিরে।

সফলও হয় তারা। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে ফেলিপ অ্যান্ডারসনের পাস থেকে ওয়েস্ট হামকে এগিয়ে দেন রাশিয়ান ফরোয়ার্ড আন্দ্রি ইয়ারমোলেঙ্কো।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ইউনাইটেড চেষ্টার কমতি রাখেনি। কিন্তু তাদের আক্রমণের সামনে বারবার দেয়াল হয়ে দাঁড়িয়ে কাউন্টার অ্যাটাকে গেছে পেল্লেগ্রিনির শিষ্যরা। ৮৪ মিনিটে অ্যারন ক্রেসওয়েলের গোলে দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ম্যানইউ। শেষ পযর্ন্ত ২-০ গোলের ব্যবধান মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

এই জয়ে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে ওঠে এসেছে ওয়েস্ট হাম। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ম্যানইউ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত