আফগানদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৩

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে হেরেছিল জিম্বাবুয়ে। তাই আজ আফগানদের হারিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মাসাকাদজারা।

১৪ সেপ্টেম্বর (শনিবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ফেভারিট হিসেবেই ত্রিদেশীয় সিরিজ শুরু করছে রশিদ খানের আফগানিস্তান। তবে বাংলাদেশের মাটিতে খেলা হওয়ায় জিম্বাবুয়েকেও বাতিলের খাতায় ফেলে দেয়া যাচ্ছে না। জিম্বাবুয়ে ও আফগানিস্তান এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে শতভাগ জয় আফগানিস্তানের।

র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ে আছে ১৪তম স্থানে। আফগানিস্তান রয়েছে সাতে। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা আরও ভয়ংকর। তাই পরিষ্কার ফেভারিট হিসেবেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন রশিদ খানরা।

জিম্বাবুয়ে একাদশ:
ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রায়ান বার্ল, গ্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রেগিস চাকাভা, আইনস্লে লভু, টিনোটেন্ডা মুতোম্বোজি, নেদিল মাদজিবা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

আফগানিস্তান একাদশ:
হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাঈব, নাজিব তারাকাই, রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, করিম জানাত, ফরিদ মালিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত