বেনজেমার হ্যাট্রিকে রিয়ালের জয়

প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ১২:৪৭

প্রাক্‌–মৌসুমে প্রীতি ম্যাচের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে করিম বেনজেমার হ্যাট্রিকে তুরস্কের ক্লাব ফেনারবাখকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এর আগে চার ম্যাচের একটিতে টাইব্রেকারে জিতছে বাকি তিনটিতেই হেরেছে কোচ জিনেদিন জিদানের দল।

৩১ জুলাই (বুধবার) রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফেনারবাখকে ৫-৩ গোলে হারিয়েছে রিয়াল।

এদিন রিয়ালকে শুরুতেই ভয় ধরিয়ে দেন তুর্কি ক্লাবটির গ্যারি রদ্রিগেজ। শুরুর মাত্র ৬ মিনিটের মাথায় গোল করে বসেন এ উইঙ্গার। রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের ভালোই পরীক্ষা নিয়েছে ফেনারবাখ। তবে মাদ্রিদের ক্লাবটিকে সমতায় ফেরাতে বেনজেমা সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। ফেনারবাখ ডিফেন্ডারের ভুলের সদ্ব্যবহার করে ১২ মিনিটে গোল করেন ফরাসি তারকা। প্রথমার্ধে দুই গোল করেন বেনজেমা আর দুই দলও সমতায় ছিল ২-২ ব্যবধানে।

বিরতির পর ফিরে এসে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ৫৩ মিনিটে লুকাসের ক্রস থেকে হ্যাটট্রিকের দেখা পেয়ে যান বেনজেমা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে চার খেলোয়াড় মাঠে নামিয়েছেন জিদান। রিয়ালের হয়ে বাকি দুই গোল নাচো ও মারিয়ানোর। তবে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ‘জাপানিজ মেসি’খ্যাত তাকেফুসো কুবো। ৭৩ মিনিটে মাঠে নেমে দুর্দান্ত পায়ের কাজে তুর্কি ক্লাবটির ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত