যখন পাকিস্তান দল চাপে পড়ে তখনই ভাল করে: সরফরাজ

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ১২:৪৯

সাহস ডেস্ক

চলতি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে এমন চাপ নিয়ে খেলতে নেমে বাবর আজমের অভিষেক সেঞ্চুরিতে কিউইদের হারিয়ে সেমির সমীকরণটা সহজ করল পাকিস্তান। এই জয়ে খুশি দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।

সরফরাজ বলেন, ‘আজকের ফল দেখে আমি খুশি। যখন পাকিস্তান দল চাপে পড়ে তখনই ভাল করে। এটা দলের চমৎকার প্রচেষ্টা। তবে ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও আমরা ফিল্ডিং ভাল করিনি। অনুশীলনে ফিল্ডিং নিয়ে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

২৬ জুন (বুধবার) বার্মিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে একথা বলেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

বলারদের প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘আমির শুরুটা করেছে দুর্দান্ত। তারপর মিডল ওভারে শাহীন-শাদাব দুর্দান্ত বল করেছে। ব্যাটিংয়ে বাবর-হারিস চমৎকার করেছে।’

পাকিস্তানকে জয় এনে দেওয়ার মূল কাজটি করেছেন বাবর আজম। বিশ্বকাপে অভিষেক সেঞ্চুরিও পেয়েছেন তিনি। তার জন্য বাবর প্রশংসা পেয়েছেন সরফরাজের, ‘আমার দেখা সেরা এক ইনিংস খেলেছেন বাবর। তাও আবার এমন একটি কঠিন পিচে। সে ৫০ ওভার ব্যাট করতে চেয়েছে। কৃতিত্ব দিতে হবে হারিস সোহেলকেও। চাপের মধ্যে সে ব্যাটিং করেছে।’

সেমিতে যেতে হলে এখনো দু’টি বাধা পার করতে হবে পাকিস্তানকে। তবে দলটি অনুপ্রেরণা পাচ্ছেন ১৯৯২ বিশ্বকাপ থেকে। কারণ তখনকার মতো-ই এবারের বিশ্বকাপে এগোচ্ছে পাকিস্তান। অবশ্য তা নিয়ে ভাবছেন না সরফরাজ, ‘আমরা ১৯৯২ বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমরা এক গেমের পর আরেক গেম নিয়ে ভাবছি। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আশা করি ভাল কিছু করতে পারবো।’

বিশ্বকাপে শেষ চারে যাওয়ার মিশনে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে জিতেছে পাকিস্তান। তাতেই খুশি পাকিস্তানের সমর্থকরা। বুধবার (২৬ জুন) কিউইদের বিপক্ষে ম্যাচে দলকে সমর্থন জানিয়ে গ্যালারিতে চিৎকারে ফেটে পড়ে পাকিস্তানের দর্শকরা। তার জন্য দর্শক-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন সরফরাজ। 

সরফরাজ বলেন, ‘নিঃসন্দেহে জনতা সবসময় পাকিস্তান দলকে সমর্থন দেয়। সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত