আফগানদের সমীহ করে বাংলাদেশ

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ২০:১০

সাহস ডেস্ক

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেন, ‘আফগানিস্তানে বিশ্বমানের স্পিনার আছে, তাদের আমরা সমীহ করি। তবে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

২৩ জুন (রবিবার) সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ একথা বলেন।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি নিয়ে সতর্কতার কথা বলেছিলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সাফল্য পেতে হলে প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের শতভাগ দিয়ে খেলতে হবে। তা ছাড়া সব দলের বিপক্ষেই সতর্কভাবে খেলতে হবে, কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

রশিদ খান ও মোহাম্মদ নবীর বিপক্ষে খেলতে হলে আলাদা কোনো প্রস্তুতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘প্রতিপক্ষ যে দলই থাকুক না কেন, সবার বিপক্ষেই খেলতে হবে। আমাদের প্রস্তুতিটা যথেষ্টই ভালো।’

চলমান বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স সবচেয়ে বাজে। এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি তারা। তবে গতকাল শনিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল তারা। প্রথমে তাদের আটকে দিয়েছে ২২৪ রানে। পরে জয়ের একেবারেই কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পারেনি জিততে। ভারতের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স এবং আফগানিস্তানের কয়েকজন বিশ্বমানের স্পিনার পরের ম্যাচে বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতেই পারে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ। তারা আছে ষষ্ঠ স্থানে। শেষ চারে খেলতে হলে বাকি তিন ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

আগামীকাল ২৪ জুন (সোমবার) সাউথাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এরপর ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফিরা। শেষ চারে খেলতে হলে লিগ পর্বের বাকি সবকটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত