ক্যারিবীয়দের কাছে হারতে হারতে জিতে গেল অজিরা

প্রকাশ : ০৭ জুন ২০১৯, ০২:৪৩

২০১৯ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হারতে হারতে জিতে গেল অস্ট্রেলিয়া।

৬ জুন (বৃহস্পতিবার) নটিংহ্যামে ক্যারিবীয়দের ১৫ রানে হারিয়েছে অজিরা।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৮ রান করে এ্যারোন ফিন্সরা।

শুরুতে ডেভিড ওয়ার্নার, এ্যারোন ফিন্স, ওসমান খাজা কিছু না করতে পারলেও ম্যাচের হাল ধরেন চার নাম্বারে নামা স্টিভ স্মিথ ও আট নাম্বারে নামা নাথান কোল্টার-নিল। ১০৩ বলে ৭ চারে ৭৩ রান করেন স্মিথ এবং ৬০ বলে ৮ চার ৪ ছক্কায় ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন কোল্টার-নিল। এর মধ্যে সাত নাম্বারে নেমে ৫৫ বলে ৭ চারে ৪৫ রান করেন এলেক্স ক্যারি।

উইন্ডিজদের হয়ে ব্রাথওয়েট ৩টি, থমাস, কটলার ও রাসেল ২টি করে উইকেট নেন এবং হোল্ডার নেন ১টি।

২৮৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

দলের হয়ে ১৭ বলে ৪ চারে ২১ রান করে সাজ ঘরে ফিরে যান ক্রিকেট দানব ক্রিস গেইল। ১০৫ বলে ৭ চারে ৬৮ রান করে ফিরেন উইকেটরক্ষক শাই হোফ। ৩৬ বলে ৫ চার ১ ছক্কায় ৪০ রান করেন নিকোলাস পুরান। ২৮ বলে ৩ চারে ২১ রান করে রান আউট হন শিমরন হিটমায়ার। ৫৭ বলে ৭ চার ১ ছক্কায় ৫১ রান করে ফিরেন অধিনায়ক জেসন হোল্ডার। এর পরে আর ভালো পারফর্মেন্স না করতে পারায় মাত্র ১৫ রানে হেরে যায় উইন্ডিজরা।

অজিদের হয়ে মিচেল স্টার্ক ৫টি, প্যাট কামিন্স ২টি ও এডাম জাম্পা ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন নাথান কোল্টার-নিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত