টানা চারবার লিগে টপ স্কোরার হতে ব্যর্থ রোনালদো

প্রকাশ : ২৮ মে ২০১৯, ১৪:৩৩

সাহস ডেস্ক

টানা চারবার লিগে টপ স্কোরার হতে ব্যর্থ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৬ বছরের ফুটবলারের কাছে এবার হার মানতে হল সিআর সেভেনকে।

সিরি আ-তে টপ স্কোরার হয়েছেন ফাবিও কুয়াগ্লিয়ারেল্লা। সাম্পদোরিয়ার এই অভিজ্ঞ ফুটবলারের গোল সংখ্যা ২৬। রোনালদো থেমেছেন ২১ গোলে। এবারের মৌসুমে চার নম্বরে আছেন সিআর সেভেন। আটলান্টার দুভান জাপাতা করেছেন ২৩ গোল, এসি মিলানের ক্রিস্কফ পিয়াটেকের গোল সংখ্যা ২২।

আগের দুই মৌসুমে লা লিগায় টপ স্কোরার ছিলেন লিওনেল মেসি। তার আগের বছর রোনালদো হার মেনেছিলেন বার্সেলোনার লুইস সুয়ারেজের কাছে।

তবে ৩৬ বছরের কুয়াগ্লিয়ারেল্লার যথেষ্ট কৃতিত্ব প্রাপ্য। শুধু সিরি আ-তে টপ স্কোরার নয়, ইউরোপিয়ান সোনার বুটের দৌড়ে তিন নম্বরে থাকেন তিনি। মেসি এবং পিএসজির কাইলিয়ান এমবাপের পর। জুভেন্টাসে এই মৌসুমে রোনালদোর অবদান অবশ্য কম নয়। সিরি আ জিততে সাহায্য করেছেন।

তবে ক্লাব হিসেবে জুভ ওই একটি ট্রফিই জিতেছে এবার। ইতালিয়ান কাপের ফাইনালেও উঠতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগেও বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। পরের মৌসুমে তাই শুরু থেকেই নতুন চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে সিআর সেভেনকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত