এটাই আমার শেষ বিশ্বকাপ: মাশরাফি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৯, ২১:৩০

সাহস ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে ক্যারিয়ার কোথায় শেষ হবে সেটা বলতে পারছি না এখনই। এটা শুধু উপরওয়ালাই ভালো জানেন।’

২৯ এপ্রিল (সোমবার) শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন প্রশ্ন করা হলে একথা স্বীকার করেন মাশরাফি। নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে কোনও স্পেশাল প্ল্যান আছে কি না এমন প্রশ্নে মাশরাফির উত্তর, না।

সব ঠিক থাকলে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের হয়ে ইতিহাস গড়বেন। টানা দুই বিশ্বকাপে নেতৃত্ব দিবেন দলকে। যা এর আগে বাংলাদেশের কোনও অধিনায়কের ভাগ্যে জোটেনি। খেলতে যাবেন নিজের চতুর্থ বিশ্বকাপ। ক্যারিয়ারেরও শেষ বেলা।

ক্রিকেটকে বিদায় বলা মাশরাফির জন্য কতটা বেদনার হবে সেটা যে কেউই আঁচ করতে পারেন। যার ধ্যান-জ্ঞান এই মাঠ আর ক্রিকেটকে ঘিরে। বিদায় তো একদিন বলতেই হবে। খেলতেও হবে শেষ বিশ্বকাপ।

আর যে কয়টা বিশ্বকাপে যেমন খেলেছেন তেমনটাই ভাবছেন এই বিশ্বকাপকেও। নিজেকে নিয়ে যতটা না ভাবছেন তিনি তার চেয়ে বেশি ভাবছেন গোটা দলকে নিয়ে। এমনটাই জানান মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি দেশের হয়ে ৭৩টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪০টি এবং হেরেছেন ৩১টি ম্যাচে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত