মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে শিক্ষার্থীদের পরামর্শ মাশরাফির

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৮:০০

সাহস ডেস্ক

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা।

২৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।

সবশেষ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লিগের ব্যানারে নির্বাচিত হন তিনি। মাশরাফি বলেন, ‘কর্নারের বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু কী ছিলেন, তিনি কী করেছেন সেসব সম্পর্কে জানতে পারবেন। আমি মনে করি, নড়াইলের প্রতিটি স্কুলে এরকম উদ্যোগ নেয়া হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষাগুলো স্কুল থেকেই দিলে আমার বিশ্বাস সবাই সততার সঙ্গে বড় হবে।’

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নড়াইল সদর মো. আজিমউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সিকদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা মূল্যবান পরামর্শ দেন মাশরাফি।

পরে মাশরাফি সেই স্কুলে থাকা ‘সততা স্টোর’ পরিদর্শন করেন। এখন দুইদিনের ছুটিতে আছেন মাশরাফি। এর মধ্যেও নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত