অনূর্ধ্ব ১৭ দলে ডাক পেলেন টাঙ্গাইলের রাফসান

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৩:২৯

টাঙ্গাইল প্রতিনিধি

পাকিস্তান অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের সাথে হোম সিরিজে খেলার জন্য বাংলাদেশ ডাক পেয়েছে টাঙ্গাইলের ক্রিকেটার রাফসান জানি।

২৩ এপ্রিল মঙ্গলবার বিসিবি ঘোষিত বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের ১৫ জনের চুড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন টাঙ্গাইলের এই কৃতি ক্রিকেটার। এর পূর্বে গত ১৬ এপ্রিল বাংলাদেশের বিভিন্ন জেলার ২৮ জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭  প্রাথমিক দল গঠন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর কোচ মেহবার হোসনে অপি ও সোহেল ইসলাম এর তত্ত্বাবধানে আবাসিক প্রশিক্ষণ শুরু হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় সেখান থেকে বাছাই করে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবির গেম ডেভেলপমেন্ট অফিসার শহিদুল ইসলাম। আগামী ২৯ এপ্রিল ফতুল্লা স্টেডিয়ামে তিন দিনের ম্যাচ দিয়ে পাকিস্তান অনূর্ধ্ব ১৭ দল বাংলাদেশে তাদের সফর শুরু করবে।

রাফসান জানি টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ দলের হয়ে খেলেছেন। রাফসান টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব ১৪ ও ১৬ দলের দল নায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। এ বছর টাঙ্গাইল দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে মুসলিম রেনেসাঁর হয়ে খেলেছে। রাফসান বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ দলের হয়ে গত বছর ভারত সফর করে এসেছে।

উল্লেখ্য, লালমাটিয়া বয়েজ স্কুলের ১০ শ্রেণির ছাত্র রাফসান জানির জম্ম ২৮ অক্টোবর ২০০৩ সালে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে। বাবা সিবলী সাদিক ব্যবসায়িক সুত্রে ঢাকার মোহাম্মদপুরের কাঁটাসুরে থাকেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত