ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৯, ১৪:১২

সাহস ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিস্বরুপই আগামী ৫ মে থেকে ১৭ মে পর্যন্ত ডাবলিনের এই টুর্নামেন্টটিতে ত্রিদেশীয় সিরিজটিতে স্বাগতিক আয়ারল্যান্ডসহ অংশ নেবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। এই আয়োজনটি মূলত আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে টাইগার ও ক্যারিবীয়দের।

এই সিরিজে দলের মূল ৪ তারকাকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে ত্রিদেশীয় সিরিজের এ দলটিই যে বিশ্বকাপ স্কোয়াড নয়- তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ক্যারিবিয় ক্রিকেট দলের নতুন কোচ ফ্লয়েড রেইফার।

ক্যারিবীয়দের হয়ে অবশ্য নিয়মিত অধিনায়িক জেসন হোল্ডার থাকছেন। তিনি দলে তারকা না পেলেও অভিজ্ঞদের মধ্যে ড্যারেন ব্রাভো, শাই হোপ, রোস্টন চেজ ও শেন ডোউরিচকে পাচ্ছেন।

এই টুর্নামেন্টে উইন্ডিজরা নতুন হেড কোচ ফ্লয়েড রেইফারের অধীনে প্রথম মাঠে নামবে। এর আগে রিচার্ড পাইবাসকে সরিয়ে রেইফারকে অস্থায়ী হেড কোচ হিসেবে নিয়োগ দেয়।

আগামী ৫ মে ডাবলিনে প্রথম ম্যাচে আইরিশদের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কোটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল আমব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, আশলে নার্স, রোস্টন চেজ, শেন ডেউরিচ, জনাথন কার্টার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত